করোনা ভাইরাসের টিকা সংগ্রহ করতে কোনো সংকট হবে না: ওবায়দুল কাদের

করোনা ভাইরাসের টিকা সংগ্রহ করতে কোনো সংকট হবে না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, টিকার সংকট নিয়ে বিরোধী দল যেটা বলে আসছে সেটা আমাদের সৃষ্টি হবে না। ভারত তাদের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে করোনা টিকা দিতে পারছে না। তারপরও অন্যান্য সোর্স থেকে সংগ্রহ করার জন্য প্রধানমন্ত্রীর চেষ্টার কোনো কমতি নেই। দেশ থেকে সময়মতো টিকা সংগ্রহ করতে পারবো।

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত লকডাউনের আওতাধীন জেলাগুলোর প্রতিনিধিদের মধ্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা কখন যে কোন দিকে মোড় নেবে বলা মুশকিল, সবসময়ই সতর্ক থাকতে হবে। করোনার প্রথম ডেউ মোকাবেলা করেছি। দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আমরা ভালো অবস্থানে রয়েছি। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সীমান্ত এলাকাগুলোতে করোনার সংক্রমণ ও প্রাণহানি বাড়ছে। এই অবস্থায় পরিস্থিতি স্টাবল, এই কথা বলা যায় না। করোনা আনপ্রেডিক্টেবল।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রাজশাহীতে করোনা পরিস্থিতি খারাপ রূপ নিয়েছে। সেখানে হাসপাতালে অক্সিজেন ও বেডের কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। সরকার সেটা সরবরাহ করছে। ভারতে যে অবস্থা সৃষ্টি হয়েছিলো, সেটি আমাদের হয়নি। কারণ প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন। তিনি ঝড়ের মধ্যেও যথাযথ প্রস্তুতি নিয়েছিলেন। যেসব জায়গায় সংক্রমণ বেশি, সেখানে আঞ্চলিক লকডাউন দিচ্ছেন।

তিনি বলেন, বাজেটেও প্রণোদনা প্যাকেজ রয়েছে। এই টাকা কোথায় থেকে আসছে? এটা কি বিরোধী দল দিচ্ছে? এটাতো সরকারি কোষাগার থেকে জনগণকে দিচ্ছে সরকারই। জীবন ও জীবিকার সমন্বয় করে সরকার পরিস্থিতি মোকাবেলা করছে। বিএনপিকে আর কতটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে। বিএনপি দেখেও দেখে না। শুনেও শুনে না। তাদের কানে তুলো ও চোখে ঠুলি। শুধু সমালোচনার জন্য দিনরাত বিষোদগার করছে।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা, সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম ও এমপি নুরুল আমিন রুহুল।