কোটালীপাড়ায় সবুজে সবুজে ভরে উঠুক কমলকুঁড়ি বিদ্যানিকেতন

কোটালীপাড়ায় সবুজে সবুজে ভরে উঠুক কমলকুঁড়ি বিদ্যানিকেতন

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি,সমীর রায়: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘লালন করি মুক্তিযুদ্ধ’ সংগঠনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

আজ শনিবার উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতন মাঠে বৃক্ষরোপনের মধ্য দিয়ে সংগঠনটি তাদের কর্মসূচি শুরু করেন।
এরপর কমলকুঁড়ি বিদ্যানিকেতন হলরুমে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন টিম গেরিলার সভাপতি নির্ঝর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী।

আলোচনা সভায় কমলকুঁিড় বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার, কবি মিন্টু রায়, যুবলীগ নেতা বুলবুল অহম্মেদ হাজরা, অনুবাদ সংগঠনের পরিচালক প্রদ্যোত রায়, গ্রীণরুম ভিজ্যুয়ালের সিইও নিয়াজ মোর্শেদ, বিডি ক্লিন গোপালগঞ্জের সমন্বয়ক সুজন দাস, ত্রিবেনী সংগঠনের সাধারণ সম্পাদক জীবনন্দ ঠাকুর, বাংলাদেশ রেসিং পিজিয়ন অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন হৃদয় বক্তব্য রাখেন।

গ্রীণরুম ভিজুয়ালের সিইও নিয়াজ মোর্শেদ বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে অনুপ্রাণিত করার লক্ষে আমরা ধারাবাহিক ভাবে নানা কার্যক্রম হাতে নিয়েছি। বর্ষাকালীন সময়ে বৃক্ষরোপনের সাথে সাথে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর মাধ্যমে তাদেরকে ইতিহাসমুখী করে তোলাই আমাদের লক্ষ্য। দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কার্যক্রমকে আমরা জেলা-উপজেলাগুলোতে নিয়ে যেতে চাই। আমরা চাই সবুজে সবুজে ভরে উঠুক বিদ্যায়তন। এস/এ