প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন চলচ্চিত্রের ৫০০ শিল্পী
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার পেলেন চলচ্চিত্রের ৫০০ শিল্পী।
শনিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে উপহারগুলো শিল্পীদের মধ্যে বিতরণ করা হয়।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পাঠানো উপহারগুলো তালিকাভুক্ত শিল্পীদের হাতে তুলে দেয়া হয়।
এসময় জায়েদ খান ছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি ও চিত্রনায়ক রুবেল।
গেল ঈদের উপহার এখন বিতরণ হচ্ছে কেন? এমন প্রশ্নে জায়েদ খান বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫০০ জন শিল্পীর জন্য ঈদ উপহার আমরা ঈদের আগেই পেয়েছিলাম। কিন্তু সেসময় নগদ অর্থসহ খাদ্যসামগ্রী সমিতির পক্ষ থেকে শিল্পীদের দেওয়া হয়েছিল। শিল্পীদের একসঙ্গে এতো সামগ্রী বহন করাও ছিলো ঝামেলার। এ কারণে প্রধানমন্ত্রীর উপহারগুলো একই শিল্পীদের এখন দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জায়েদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই চলচ্চিত্র ও শিল্পীবান্ধব। অতীতে আমরা দেখেছি, যেকোনো অসহায় শিল্পীর পাশে তিনি দাঁড়িয়েছেন। অসংখ্য শিল্পীকে দিয়েছেন আর্থিক অনুদান। যা অব্যাহত আছে। ৫০০ শিল্পীকে দেয়া প্রধানমন্ত্রীর উপহার শিল্পী কল্যাণ ফান্ডের কোনো অংশ নয়, এটা প্রধানমন্ত্রীর আলাদা ঈদ উপহার। শিল্পীদের প্রতি তার এ সুনজর আমাদের জন্য আশীর্বাদ। আমাদের সমিতি ও শিল্পীদের পক্ষে তার প্রতি কৃতজ্ঞতা।