আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, পাশে দাঁড়ালো শক্তি ব্লাড ব্যাংক 

আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, পাশে দাঁড়ালো শক্তি ব্লাড ব্যাংক

 

কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায়:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোশারফ হোসেন তালুকদার নামে এক কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতঘর ও একটি রান্নাঘর। এমন খবর জানতে পেরে অসহায় ওই কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন মানবতার টানে ভয় নাই রক্তদানে এমনিই একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন কোটালীপাড়া মানবতার সক্তি ব্লাড ব্যাংক।

 

গত (১৩ সেপ্টেম্বর)শুক্রবার দুপুরে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন এর

উত্তরপাড় বুজুর্গ কোনা গ্রামের মোশারফ হোসেন তালুকদারের বাড়িতে গিয়ে ঘর নির্মাণের জন্য ৩২পিস কংক্রিটের ক্লাম পৌঁছে দিয়েছেন উপজেলা মানবতার শক্তি ব্লাড ব্যাংকের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন মানবতা শক্তি ব্লাড ব্যাংকের সভাপতি তাপস বাড়ৈ, সাধারণ সম্পাদক রমজান ইসলাম, সদস্য সামিম সমদ্দার, নয়ন মুন্সিসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) রাতে উপজেলার আমতলী ইউনিয়ন এর উত্তরপাড় বুজুর্গ কোনা গ্রামের কৃষক মোশারফ হোসেন তালুকদারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সব কিছু হারিয়ে অসহায় হয়ে পড়ে পরিবারটি।

ক্ষতিগ্রস্ত কৃষক মোশারফ হোসেন তালুকদার বলেন, আমরা গরিব মানুষ। ঘর দুটি পুরে জাওয়ায মানষিক ভাবে ভেঙে পরেছিলাম। আজ আমাদের পাশে মানবতার শক্তি ব্লাড ব্যাংক আমাদের ঘর তৈরির জন্য কংক্রিটের তৈরি ৩২ পিস ক্লাম দিয়েছে। আমরা অত্যন্ত খুশি।

 

মানবতা শক্তি ব্লাড ব্যাংক ( MSBB) প্রতিষ্ঠাতা N.A তামিম বলেন, সেচ্ছাসেবী মানে কোনো সেলিব্রিটি না,সেচ্ছাসেবী মানে অসহায়ের স্বপ্ন পূরনের ভরসা।

 

এস/ এ