বিএডিসি এর চুক্তিভিত্তিক পরিচালক মোস্তাফিজুর রহমানের নিয়োগ এখনো বাতিল হয়নি
মতিউর রহমান হিরা ।। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার প্রজ্ঞাপন জারি হয়েছে।
কিন্তু অজ্ঞাত কারণে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মোস্তাফিজুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ এখন পর্যন্ত বাতিল হয়নি। বর্তমান পরিস্থিতিতে সংস্থার কর্মকর্তা কর্মচারীরা মো. মোস্তাফিজুর রহমানের চুক্তি বাতিলের দাবি করেছেন।
ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা যেমন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (রাবি)-এর মহা পরিচালক ড. দেবাশীষ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)-এর মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহাজান কবীরদের চুক্তি বাতিল হয়েছে।
কিন্তু মো. মোস্তাফিজুর রহমানের চুক্তি বাতিল না হওয়াতে সংস্থার কর্মকর্তা কর্মচারীগণের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। মো: মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দলবাজি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, বীজ বরাদ্দসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
স/এষ্