মিল্ক ভিটা দুধ কোম্পানির মিরপুরের ফ্যাক্টরিতে অস্থায়ী শ্রমিকদের আন্দলোন
মুহাম্মদ আসাদুজ্জামন ।। মিল্ক ভিটা দুধ কোম্পানির মিরপুরের ফ্যাক্টরিতে চাকুরী স্থায়ী করার দাবি নিয়ে মঙ্গলবার (২৭ আগষ্ট) সকাল থেকেই ফ্যাক্টরিতে শ্রমিকরা জড়ো হয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সারাদেশে মোট ৯৫০ জন শ্রমিক আছে যারা ২০ বছর মাষ্টার রোলে শুধুমাত্র বেতন পান।
২০১৪ সালে তাদের চাকুরী স্থায়ী করার সকল প্রস্তুতি সম্পন্ন হলেও তা আজও কার্যকর হয়নি। এখন দায়িত্বশীল কোন শ্রমিক নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) একটি জাতীয় সমবায় প্রতিষ্ঠান। বিগত কয়েক বছর ধরে অসমবায়ী ব্যক্তি দ্বারা গঠিত ব্যবস্থাপনা কমিটির অদক্ষ পরিচালনা ও দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
দক্ষ অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের বাদ দিয়ে মেধাহীন কর্মকর্তাদের প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মিল্ক ভিটা শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ।
মিল্ক ভিটা শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ অবৈধ নিয়োগকৃত বর্তমান দুর্নীতিবাজ ব্যবস্থাপনা কমিটির দ্রুত অপসারণ, বর্তমান ব্যবস্থাপনা কমিটির অনিয়ম ও লুটপাটের অধিকতর তদন্তের মাধ্যমে শাস্তি, দীর্ঘদিন ধরে বঞ্চিত চিঠিপ্রাপ্ত শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, বৈষম্যের শিকার শ্রমিক ও কর্মচারীদের পদোন্নতি, বেতন বৈষম্যের অবসান, মিল্ক ভিটা সম্পর্কে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন, আগের মতো পাঁচটি বোনাসসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত এবং সর্বপর্যায়ে সব ধরনের বৈষম্য নিরসনের দাবি জানিয়ে উপদেষ্টার কাছে আবেদন করেছে।
স/এষ্