বাঘারপাড়ার সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানববন্ধন
আজম খান, বাঘারপাড়া (যশোর) ।। রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে একটি গণতান্ত্রিক -অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের দাবিতে শনিবার সকালে বাঘারপাড়া উপজেলার চৌরাস্তায় ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এবং দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের বাঘারপাড়া পিএফজি ও ওয়াইপিএজি এর মাধ্যমে মানববন্ধনের আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন সুজনের উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, পিএফজির কোঅর্ডিনেটর জনাব ইকরামুল কবির, সুজনের সদস্য প্রভাষক হাদিউজ্জামান, জাকের পার্টির উপজেলা কমিটির সভাপতি লিটন মোল্লা, জাতীয় পার্টির শরিফুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক হুমায়ুন কবির, প্রদিপ বিশ্বাস ,আক্তারুজ্জামান ,হাফিজুর রহমান, পিস এ্যাম্বাসেডর দিলরুবা পারভিন, ওয়াইপিএজির সদস্য রিয়াজ হোসেনসহ সুজন, পিএফজির সদস্য এবং দলমত নির্বেশেষে অন্যান্য জনসাধারনগণ সতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।
বক্তরা এসময় ঘটে যাওয়া সহিংসতা তুলে ধরেন। এরকম সহিংসতাকে প্রতিরোধ করার বিষয়ে পদক্ষেপ নিতে কার্যক্রম হাতে নেওয়া হবে বলে মত প্রকাশ করেন। বিশেষ করে সংখ্যালঘুসহ জনগনের জানমাল রক্ষার্থে সকলের পাশে থাকবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন।
স/এষ্