মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ী ঘরে হামলা ও ভাংচুর
মুন্সীগঞ্জ প্রতিনিধি ।। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর পর জেলাজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ী ঘরে ছোট বড় ভাংচুর করার খবার পাওয়া গেছে। গত ০৫ আগষ্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দিন ৬ আগষ্ট গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: সংগ্রাম সেচ্ছাসেবকলীগ নেতা আতাউরসহ বেশ কিছু আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি ঘরে হামলা করা হয়েছে। এ সময় বিল্ডিং ভাংচুর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।
এ বিষয়ে সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: সংগ্রাম মুঠোফোনে জানান রাজনৈতিক প্রতিহিংসার করণে তাদেরকে গ্রাম ছাড়া করার জন্য বাড়িঘরে হামলাও ভাংচুর চালিয়েছে। তিনি আরো বলেন,তারা আওয়ামী লীগ দলের সঙ্গে জড়িত ছিল। সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পরপর তারাও এলাকা ছেড়ে চলে যায়।ঠিক তার পরের দিন সংগ্রামের বাড়ি ও তার আপন দুই চাচার বাড়ি ঘরসহ ইলিয়াস মেম্বার,আতাউর, সাবেক মেম্বার আলি হোসেন,আলম,জাকির,নিজুম,অপু,মফিজুল এর বাড়িঘর ও দোকানের মালামাল ভাংচুর সহ নগদ স্বর্ণলাকার লুট করে নিয়ে যায় একদল কুচক্রী মহল।এ ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন কতিপয় বিএনপি লোকজন। তাদের নিজেদের বাড়িতে ডাকাতির ঘটনা সাজিয়েছে।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাজিব খাঁন জানান এ বিষয়ে শুনেছি তবে কেউ অভিযোগ করেনি। কারো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/এষ্