উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন ২১ জন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের তিনটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে ২১ জন মনোনয়নপত্র নিয়েছেন। শুক্রবার (৪ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রত্যাশীরা।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান জানান, আজ ২১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা-১৪ আসনে ৬ জন, সিলেট-৩ আসনে ৭ জন ও কুমিল্লা-৫ আসন থেকে ৮ জন ফরম নিয়েছেন।
সিলেট-৩ আসনের মনোনয়ন সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন সিরাজ, হাবিবুর রহমান, সাঈদুর রহমান প্রমুখ।
ঢাকা-১৪ আসনের মনোনয়ন সংগ্রহ করেছেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিল, ফরিদুল হক হ্যাপি, এবিএম মাজহারুল আমান প্রমুখ।
কুমিল্লা-৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাজ্জাদ হোসেন, এসএম জাহাঙ্গীর, সেলিম রেজা সৌরভ প্রমুখ।