উত্তরায় র‌্যাবের গাড়িতে হামলা ও র‌্যাব সদস্যকে গুরুতর আহতের ঘটনায় আটক-১

উত্তরায় র‌্যাবের গাড়িতে হামলা ও র‌্যাব সদস্যকে গুরুতর আহতের ঘটনায় আটক-১

এস, এম, মনির হোসেন জীবন ।। রাজধানীর উত্তরায় র‌্যাবের গাড়িতে হামলা ও র‌্যাব সদস্যকে গুরুতর আহত করার ঘটনায় আসামি মোঃ সালাউদ্দিন (২৬)’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১।

র‌্যাব সূত্র জানিয়েছে, রোববার দুপুর সোয়া ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানার হাউস বিল্ডিং, সেক্টর-৮, আলাউল এভিনিউ রোড রসের মিষ্টি নামক দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সালাউদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার মোঃ মহসীনের পুত্র।

আজ রোববার রাত ৯ টার দিকে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান এই প্রতিবেদককে এসব তথ্য জানান।

তিনি জানান, র‌্যাব-১ উত্তরার একটি দল গোপনে জানতে পারে , উত্তরা পূর্ব থানার হাউস বিল্ডিং, সেক্টর-৮, আলাউল এভিনিউ রোড রসের মিষ্টি নামক দোকানের সামনে আটক আসামী সালাউদ্দিন অবস্থান করছেন। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ওই স্হানে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মোঃ সালাউদ্দিন (২৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

মোঃ মাহফুজুর রহমান জানান, ছাত্রদের চলমান বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের নামে নাশকতাকারীরা দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে।

নাশকাতারীদের হাত থেকে জনগনের জান-মাল ও সরকারী সম্পত্তি রক্ষার্থে গত ১৮ জুলাই ২০২৪ তারিখ উত্তরা পূর্ব থানার আজমপুর ব্রিজের নিচে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পার্শ্বে সরকারী আইন-শৃঙ্খলা নিরাপত্তা রক্ষাকারী সকল বাহিনীর ন্যায় র‌্যাব টহল ঘটনাস্থলে অবস্থান করে।

এ সময় কিছু সহিংসতাকারী র‌্যাবের গাড়ীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারে, হামলা-ভাংচুর, অগ্নি সংযোগ এবং র‌্যাব সদস্যসহ আইন শৃংখলা বাহিনী সদস্যদের উপর হামলা করে গুরুত্বর জখম করে।

ওই ঘটনার প্রেক্ষিতে র‌্যাব আসামী ধরার জন্য অভিযান পরিচালনা কার্যক্রম শুরু করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, ঘটনা ও মামলার সাথে আসামীর সম্পৃক্ততা প্রমাণে ডিজিটাল সাক্ষ্য প্রমাণাদি রয়েছে। আটক আসাম সালাউদ্দিন র‌্যাবের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপসহ হামলা-ভাংচুর, অগ্নি সংযোগ এবং র‌্যাব সদস্যসহ আইন শৃংখলা বাহিনী সদস্যদের উপর হামলা করে গুরুতর জখম করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ গ্রহন করা হয়েছে।

স/এষ্