সান্তাহারে মটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রতিনিধি, আদমদীঘি ।। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তুহিন হোসেন (১৮) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত তুহিন হোসেন নওগাঁর রানীনগর উপজেলার পারাইল গ্রামের ফকিরপাড়ার শিমুলের ছেলে। গত রোববার রাত ১০ টার সময় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় তিন মাথায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তুহিন হোসেন পেশায় একজন সহকারী রাজমিস্ত্রী। বেশ কিছুদিন ধরে কর্মের ত্যাগিদে সান্তাহারে থাকেন। রোববার রাতে তুহিন হোসেন তার এক পরিচিত ব্যক্তির (টিভিএস মেট্রো মডেলের একটি ১০০সিসি) মটরসাইকেল নিয়ে বিদ্যুৎ অফিস এলাকায় সুমনের বাড়িতে যাচ্ছিলেন।
এ সময় মটরসাইকেল নিয়ে তিনি হবির মোড় তিনমাথা অতিক্রম করার সময় নওগাঁ থেকে বগুড়াগামী (ঢাকা মেট্রো-ট ২০-৬৫০৪) নম্বরের একটি মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তুহিন হোসেন মারা যান।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী জানান, ঘাতক ট্রাক, মটরসাইকেল ও নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স/এষ্