লালমনিরহাটে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন
লাভলু শেখ, লালমনিরহাট থেকে।। চলমান কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগে সরকারি পরিপত্র বহাল রাখার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মানববন্ধন করতে গেলে স্থানীয় ছাত্রলীগের বাঁধায় মানববন্ধন পন্ড হয়ে যায়। তবে লালমনিরহাট জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সোমবার ১৫ জুলাই সকাল ১১টার দিকে লালমনিরহাটের কালীগন্জ উপজেলার কাকিনা ইউনিয়নের হাফিজ চত্ত্বরে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে সাধারন শিক্ষার্থীরা।কিন্তু ছাত্রলীগের প্রতিবাদের মুখে আন্দোলন করতে পারেনি শিক্ষার্থীরা।
এ সময় সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ক শেজ্জাদুল শীষ অভিযোগ করে বলেন, ‘ছাত্রলীগের বাধার কারনে সমাবেশ করতে পারি নি আমরা। ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের ব্যানার টানাটানি করে এবং আমাদের প্রান নাশের হুমকি দেয়’।
এসময় তিনি আরও বলেন, ‘আমরা হাইকোর্টের রায়কে সবসময় সম্মান জানাই। আমরা কোটা বাতিল চাই না, কোটার যৌক্তিক সংস্কার চাই এবং ছাত্ররাই কোটা আন্দোলন সফল করে দেখাবে ইনশাআল্লাহ’।
এ সময় কালীগঞ্জ থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স/এষ্