বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ চার জন নিহত

বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ চার জন নিহত

বগুড়া প্রতিনিধি ।। বগুড়া-ঢাকা মহাসড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক ও একই পরিবারের তিনজন। এরমধ্য চার বছর বয়সী শিশু ও বাবা – মা সহ মোট চারজন নিহত। ঘটনায় ২জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে শেরপুর উপজেলার শাহ্ বন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা ( মৎস্য প্রজনন খামার) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক মো. নাসিম (২৬), সে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পর্বত শেখর ছেলে। এ ঘটনাস্থলেই মারা যায়।

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখারা ইউনিয়নের বান্দাাইল গ্রামের ওলিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী মৌসুমী আক্তার (২৬), শিশু পুত্র সাইফুল ইসলাম (৪), । আহতদের মধ্যে শেরপুর উপজেলার ছোনকা গ্রামের গোলাম হোসেন(৫০) ও রায়গঞ্জ উপজেলার কাউসার আলী (২০)।

হাইওয়ে পুলিশের বগুড়ার শেরপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবুল হাসেম জানান, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মীরা আহত পাঁচজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও তিন জন মারা যান বলে জানা গেছে। তিনি আরও বলেন, একই পরিবারের তিনজন ও সিএনজি চালক নিহত হয়।

এ ব্যাপারে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন বলে মেডিকেল ফাঁড়ির ইনচার্জ মো. মিলাদুন্নবী নিশ্চিত করেছেন।

তবে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশ জানিয়েছেন।

স/এষ্