আবারও লালমনিরহাটে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

আবারও লালমনিরহাটে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

লাভলু শেখ, লালমনিরহাট থেকে।। লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানাগেছে, ওই উপজেলার বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আরাফাত হোসেন (১২) নামের ওই কিশোরের মৃত্যু হয়েছে।

২৮ জুন শুক্রবার বিকেল ৪ নাগাদ ওই উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর গ্রামের দুল্লারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর এলাকার ব্যবসায়ী ইব্রাহিম আলীর ছেলে।

নিহতের বাবা ইব্রাহিম আলী জানান, শুক্রবার দিনে ঝড় শুরু হলে আরাফাত মাঠ থেকে গরু আনতে যায়। এসময় সে বজ্রপাতে আক্রান্ত হয়ে ক্ষেতে পরে ছিল। ঝড় শেষে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে ওই দিন একই উপজেলার কালীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

এদিকে একই উপজেলার গোড়ল ইউনিয়নে নিখোঁজের একদিন পর পুকুর থেকে আফাজ উদ্দিন (৫৫) নামের এক বৃদ্ধ প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

২৯ জুন শনিবার সকালে উপজেলার গোড়ল ইউনিয়নে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আফাজ উদ্দিন (৫৫) গোড়ল ইউনিয়নের মৃত আবুর উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ছাগল খুঁজতে বাড়ির পাশে পুকুর ধারে গেলে পা পিছলে পুকুরে পরে যায় পরে সেখান থেকে উঠতে না পেরে পানিতে ডুবে মারা যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একদিন পর শনিবার সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

এ বিষয়ে গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রশাসনকে অনুরোধ করেছি পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করার জন্য।

কালীগঞ্জ গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(এস আই) আব্দুল কাদের বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ যে, গত সপ্তাহে পৃথক ঘটনায় লালমনিরহাট জেলায় ৩ জন নিহত হয়েছিল। আবারও এ সপ্তাহের শুরুতেই পৃথক ঘটনায় ৩ জন নিহতের ঘটনা ঘটেছে।

স/এষ্