ছাত্রলীগের রাকিবকে বহিষ্কারে কেন্দ্রে চিঠি মির্জাগঞ্জ আ.লীগের
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ কার্যালয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও লুটপাটের আসামীকে উপজেলা ছাত্রলীগ সভাপতি বানাতে চলছে দৌড়ঝাপ।
ঘটনাটি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার। উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাকিব মৃধা সভাপতি দায়িত্ব পেতে ভর করেছেন সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের কাঁধে। রাকিব ও রাজীব মৃধা দুই ভাইয়ের নামেই মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি এবং মির্জাগঞ্জ থানায় একটি করে মামলা রয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে উপজেলা আওয়ামী লীগের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, রাকিব মৃধা কে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার এবং ভবিষ্যতে যেন কোন পদ পদবীতে মনোনীত করা না হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে রাকিব মৃধা দীর্ঘদিন ধরে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত।
গত ৯ জুন অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের পরদিন রাকিব মৃধা ও তার ভাই রাজিব মৃধা ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরসহ কার্যালয়ের অপূরণীয় ক্ষতি সাধন করে। একই দিন রাত সাড়ে নয়টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ হাওলাদারের বাসভবনে ভাঙচুর এবং লুটপাট করে রাজীব ও রাকিবের দলবল।
এই ঘটনায় সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। রাজীব ও রাকিব মৃধা দুই ভাইয়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও উপজেলা চেয়ারম্যান এবং একজন কেন্দ্রীয় নেতা ছত্রছায়ায় তারা এলাকায় ত্রাসের রাজনীতি করে আওয়ামী লীগের প্রবীণ এবং সিনিয়র নেতাদের অপমান অপদস্থ করে চলছে।
রেমাল ঘূর্ণিঝড় পরবর্তী সাতই জুন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান দুলালের গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটিয়েছে রাকিব ও রাজীব মৃধা। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের হাতে নির্যাতনের শিকার। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাকিব মেধাকে ছাত্রলীগ ইতিপূর্বে একবার বহিষ্কার করেছে বলে কেন্দ্রকে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন এবং সুনাম যেন কিছু দুষ্কৃতির কারণে ম্লান না হয় সেদিকে খেয়াল রাখতে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি আহ্বান জানান উপজেলা আওয়ামী লীগের নেতারা।
এস/এ