বাঘারপাড়ায় এক কৃষকের ৫ গরু চুরি, ৬ লাখ টার ক্ষতি

বাঘারপাড়ায় এক কৃষকের ৫ গরু চুরি, ৬ লাখ টার ক্ষতি

বাঘারপাড়া (যশোর) ।। বাঘারপাড়ার বাসুয়াড়ি ইউনিয়নের আয়াপুর গ্রামের নজরুল ইসলামের (বিআরডিবির সাবেক সভাপতি) পাঁচটি গরু চুরি হয়েছে।

নজরুল ইসলাম জানিয়েছেন, গরু ৫টি চুরিতে তার ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। গরু চুরির ঘটনাটি বৃহস্পতিবার বাঘারপাড়া থানা পুলিশকে অবগত করেন ।

রাত ১টা থেকে ৩ টার মধ্যে ৫টি গরু চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। নজরুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত সাড়ে ১২টায় ও ঘুমাতে যাওয়ার আগে গরুগুলোকে তিনি গোয়াল ঘরে বেঁধে রাখা অবস্থায় দেখে যান।

রাত তিনটার দিকে ঘরের বাহিরে ছোট বাছুর ডাকা ডাকি করতে দেখেন, এসময় গোয়াল ঘরের এক পাশের ইটের গাথুনি ভাঙ্গা এবং গরুগুলো নেই। এসময় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো খোঁজ পাননি।

গরুগুলোর মধ্যে, দুইটি দুধের গাভী ,একটি বকনা বাছুর , দুইটি এঁড়ে যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। নজরুল ইসলাম বলেন, ‘আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমার গরুগুলোই শেষ সম্বল ছিল ।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রকিবুজ্জামান জানান , অভিযোগ পেয়েছি এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স/এষ্