লালমনিরহাটে বিদ্যুৎ বিল বকেয়া প্রায় ৫৮ লাখ রেলওয়ে বিভাগের সংযোগ বিচ্ছিন্ন
লাভলু শেখ, লালমনিরহাট থেকে।। লালমনিরহাট রেলওয়ে বিভাগের অধীনস্থ পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বকেয়া বিদ্যুৎ বিলের কারণে বিচ্ছিন্ন করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। বিলম্বিত বিল পরিশোধের ফলে মঙ্গলবার বিকেল ৩টা থেকে প্রায় ৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় ছিল লালমনিরহাট রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকা।
নেসকো জানিয়েছে, গত ৩ মাস ধরে লালমনিরহাট রেলওয়ে বিভাগ বিদ্যুৎ বিল পরিশোধ করেনি, যার ফলে মোট বকেয়া দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬ হাজার ৩৭৩ টাকা। একাধিকবার নোটিশ প্রদান করা হলেও, বিল পরিশোধ না করায় মঙ্গলবার ২৫ জুন বিকেলে রেলওয়ের পাওয়ার হাউসের মূল সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিদ্যুৎবিহীন অবস্থায় স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা চরম দুর্ভোগের সম্মুখীন হয়। অনেক যাত্রী মোবাইল ফোনের লাইট ব্যবহার করে ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠা-নামা করতে বাধ্য হন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জেনারেটরের মাধ্যমে টিকিট বিক্রি চালু রাখতে হয়েছিল।
লালমনিরহাট রেলওয়ে স্টেশনের মাস্টার নুরুন্নবী ইসলাম জানিয়েছেন, বিকেল ৩টার দিকে বিদ্যুৎ চলে যায়। পরে তিনি জানতে পারেন যে, বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে পুরো রেল বিভাগের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুৎ না থাকায় পুরো স্টেশন এলাকা অন্ধকারে ঢেকে যায়।
লালমনিরহাট রেলওয়ে বিভাগের বৈদ্যুতিক কর্মকর্তা খায়রুল আলম জানিয়েছেন, বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং বিষয়টি সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার রায় জানিয়েছেন, রেলওয়ে বিভাগ গত ৩ মাস ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করেনি এবং একাধিকবার পত্র প্রেরণ করা সত্ত্বেও বকেয়া থেকে গেছে।
পরিস্থিতি বিবেচনায় নেসকো রেলওয়ের পাওয়ার হাউসের ১১ কেভি সংযোগটি বিচ্ছিন্ন করেছে। পরে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বকেয়া বিল পরিশোধের আশ্বাস দিলে ওই দিন রাত ৯টার দিকে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ গত মার্চ মাস থেকে বিদ্যুৎ বিল পরিশোধ বন্ধ করে দিয়েছিল। এরপর এপ্রিল, মে, জুন মাসে ধারাবাহিকভাবে বকেয়া পরিশোধের জন্য অনুরোধ জানানো হয়।
জুন মাসের বকেয়া বিল আদায়ের স্বার্থে সংযোগ বিছিন্ন করা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে নেসকো ওই দিনেই রাত ৯টার দিকে সংযোগ পুনঃস্থাপন করেন।
স/এষ্