আদমদীঘি শিশু ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার বৃদ্ধ

আদমদীঘি শিশু ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার বৃদ্ধ

প্রতিনিধি, আদমদীঘি  ।। বগুড়ার আদমদীঘির শিবপুর গ্রামে মাত্র তিন বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দেলোয়ার সাকিদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার দুপুরে গ্রেপ্তার দেলোয়ারকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার শিবপুর দক্ষিনপাড়ার মৃত খবির সাকিদারের ছেলে। গত শনিবার রাতে ওই শিশুর মা বাদি হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার দুপুর সাড়ে ১২ টায় তিন বছর বয়সী ওই শিশু এবং তার পাঁচ বছর বয়সী বোন বসতবাড়ীর পাশের মাঠে বেশ কয়েকজন শিশুর সাথে খেলাধূলা করছিল। এ সময় চকলেট দেওয়ার কথা বলে দেলোয়ার তার বসতবাড়ীতে দুই বোনকে ডেকে নেয়।

পাঁচ বছর বয়সী শিশুটিকে বাড়ির উঠান ঝাঁড়ু দিতে বলে তিন বছর বয়সী শিশুটিকে বসতবাড়ির শয়ন ঘরের মধ্যে নিয়া গিয়ে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে।

শিশু দুটি কান্না শুরু করে এবং এক পর্যায়ে তারা চিৎকার শুরু করলে বিষয়টি জানাজানি হয়। পরে শিশুটির মা থানায় একটি মামলা করেন।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, ওই বৃদ্ধের বিরুদ্ধে শিশুটির মা মামলা দিলে ওই রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে গ্রেপ্তারকৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে।

স/এষ্