মাধবপুরে অবৈধভাবে ড্রেজার মেশিনে মাটি উত্তোলন, হুমকিতে ঢাকা-সিলেট মহাসড়ক
এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।। হবিগঞ্জ জেলার মাধবপুরে ভূমিদস্যুদের তৎপরতা বন্ধ হচ্ছে না। বন্ধ হচ্ছে না বেআইনীভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে সরকারী জমি থেকে মাটি ও বালি আহরণ।
১২ই জুন সরেজমিনে ঢাকা-সিলেট মহাসড়ককের পাশে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলায় নাহিদ ফাইন টেক্সটাইল সংলগ্নে রাস্তার পূর্ব পাশে মহাসড়ক ঘেঁষে মাটি কাটা এমন চিত্রের দেখা মিলে। এই মাটি কাটাতে সবচেয়ে বেশি হুমকির মুখে মহাসড়ক সাথে রয়েছে আশপাশের জমিও। গত ৩/৪ দিন যাবত মাটি উত্তোলনের কাজ চলছে প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে।
ভূমিখেকোদের দাবি তারা প্রশাসনকে মেনেজ করেই মাটি উত্তোলন করছে।পক্ষান্তরে প্রশাসন সূত্র তাদের দাবিকে অবান্তর ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
ঐ ইউপির সাতপাড়িয়া গ্রামের বাদল মিয়া ড্রেজার মিশনের মালিক। বাদল মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মাটি উত্তোলনের জন্য হরিতলা গ্রামের ফার্মেসী ব্যবসায়ী ফয়সল মিয়া বলেছেন, প্রশাসন ও সাংবাদিক এই বিষয় আমি দেখব। পরে আমি ড্রেজার মিশনে মাটি কাটা শুরু করি।
কিছু মাটি কাটার পর আমি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থতার জন্য বর্তমানে মাটি উত্তোলন বন্ধ রয়েছে। দুই দিন পূর্বে শাহাদাত ইসলাম মামুন নামে একজন সাংবাদিক পরিচয়ে সরজমিনে আসলে তখন ফয়সাল মিয়া সাংবাদিকে মোটা অংকের টাকার মাধ্যমে মেনেজ করেন। এবং সাংবাদিক আশ্বাস দিয়ে যান মাধবপুর উপজেলার কোন সাংবাদিক এই বিষয়ে কোন নিউজ করবে না।
অন্যদিকে ফয়সাল মিয়ার বাড়িতে গর্ত তৈরী করে ড্রেজার মেশিনে মাটি উত্তোলন করে পাইপের মাধ্যমে স্তূপীকৃত করে মাটি সরবরাহ করা হচ্ছে।
এ বিষয়ে ফয়সাল মিয়ার সাথে যোগাযোগ করলে গণমাধ্যম’কে তিনি বলেন, আমার বাড়িতে মাটি বরাটের কাজ শুরু হওয়ার পর বাধা আসার পর এখন বন্ধ রয়েছে মাটি উত্তোলনের কাজ।
তথা কতিথ সংবাদ কর্মী শাহাদাত ইসলাম মামুনের সাথে যোগাযোগ করলে তিনি প্রথমে এই উৎকোচের বিষয় ও মাধবপুরের সকল সাংবাদিকের দায়িত্ব নেওয়া বিষয় অস্বীকার করে। পরে আবার উৎকোচের বিষয় স্বীকার করে বলেন, বিষয়টি যেন আর সামনের দিকে না বাড়ে। এ বিষয়ে পত্রিকায় রিপোর্ট করতে নিষেধ করেন তথা কতিথ সংবাদ কর্মী মামুন।
স্হায়ী ব্যক্তিবর্গরা জানান, রাতে ও দিনে সময় সুযোগে এই অবৈধ মাটি উত্তোলনের কাজ চলছে।
ঐ মৌজার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা (তশীলদার) মোঃ ইউনুস মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত নয়। তবে আমি এ বিষয়ে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিচ্ছি।
স/এষ্