অননুমোদিত ভবনে চলছে ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয় কার্যক্রম, দুটি অবৈধ ক্যাম্পাস: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ড. দীপু মনি বলেছেন, ভবনসহ বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশণা দেওয়া হয়েছে। শিক্ষার্থী অভিভাবক বা জনসাধারণের সচেতনতায় ইউজিসির ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়গুলোর নামের পাশে লাল তারকা চিহ্নিত করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতেও নাম উল্লেখ করা হয়েছে।
বুধবার সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০২০ এর ধারা ১৩ অনুযায়ী সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে প্রদত্ত সাময়িক সনদে উল্লেখিত স্থান বা শহরের বাইরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা পরিচালনার কোনো সুযোগ নেই।
মন্ত্রী জানান, অবৈধ ভবনে কার্যক্রম পরিচালনাকারীদের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এই চার বিশ্ববিদ্যালয় পরিদর্শনপূর্বক তদন্তে ইউজিসি কমিটি গঠন করেছে। এছাড়াও ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও উত্তরা ইউনিভার্সিটির বিষয়ে তদন্তে কমিটি গঠন প্রক্রিয়া চলছে।
দীপু মনি বলেন, উত্তরা ও বনানীতে ইবাইস বিশ্ববিদ্যালয় দুটি অবৈধ ক্যাম্পাস এবং ঢাকা শহরের উত্তারায় দি ইউনিভার্সিটি অব কুমিল্লার একটি অবৈধ শাখা রয়েছে।