শিক্ষার্থীর চোখ তুলে নেয়া সেই কৃষকদলের নেতা জেল হাজতে

শিক্ষার্থীর চোখ তুলে নেয়া সেই কৃষকদলের নেতা জেল হাজতে

লাভলু শেখ, লালমনিরহাট থেকে।। কলেজ শিক্ষার্থী চোখ তুলে নেয়ার মামলায় হাজিরা দিতে এসে কৃষকদল নেতা আলমগীর হোসেন (৩৪) কে বিচারক জামিন না দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার ৩ জুন ২০২৪ ইং তারিখ। লালমনিরহাট জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১১ নভেম্বর জমি নিয়ে বিরোধ কে কেন্দ্র করে কৃষকদল নেতা আলমগীর হোসেন ও তার লোকজন জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের নবীনগর গ্রামের মফিজুল ইসলাম ও তার স্ত্রী আনজু আরা বেগমের উপর চড়াও হয়। এ সময় মা— বাবা কে দূবৃর্ত্তদের হাত হতে বাঁচাতে কলেজ শিক্ষার্থী আনিছুর রহমান (১৬) এগিয়ে আসে। এসময় দূবৃর্ত্তরা তাকে ধরে ফেলে।

কৃষকদলের নেতা আলমগীর হোসেন আনিছুরের চোখ তুলে নেয়। সে সংজ্ঞাহীন হয়ে পড়লে প্রতিবেশীরা এগিয়ে আসে। এসময় পরিবারটিকে ফেলে দূবৃর্ত্তরা পালিয়ে যায়। প্রতিবেশীরা মা—বাবা ও সন্তান আনিছুর কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শিক্ষার্থী আনিছুর একই উপজেলার বাউড়া পুণম চাঁদ ভূতুরিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

তার একটি চোখ চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছে। অভিযুক্ত কৃষকদল নেতা আলমগীর হোসেন একই গ্রামের সাদেক হোসেনের পুত্র। পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়ন কৃষকদলের যুগ্ম সাধারন সম্পাদক।

এ ঘটনায় মামলা হলে এতো দিন সে পালিয়ে ছিল। ৩ জুন সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিল। আসামীর জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে। এ মামলায় আরো ১০ জন আসামি রয়েছে।

মামলা তদন্তকারী কর্মকর্তা পাটগ্রাম থানার এসআই রমজান আলী জানান, এই মামলায় ১০জন আসামীর মধ্যে ৮জন জামিনে রয়েছে। দুইজন পলাতক ছিল। রোববার হাজিরা দিতে এলে আদালত একজনকে আটক করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।