মো: আরিফুল ইসলামের এলএলবি ডিগ্রি অর্জন
নিজস্ব প্রতিনিধি ।। আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ইউনিট এইচআর হেড মো: আরিফুল ইসলাম সফলভাবে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।
পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেছিলেন। এটি তার দ্বিতীয় স্নাতক ডিগ্রি যা তার কঠোর অধ্যবসায় ও পরিশ্রমের ফসল। শিক্ষার ক্ষেত্রে এই অর্জন আরিফুল ইসলামের ব্যক্তি ও কর্ম জীবনে নতুন কিছু শেখার প্রতি প্রবল আগ্রহ ও উৎকর্ষ সাধনের চেষ্টারই বহিঃপ্রকাশ বলে মনে করেন শুভাকাঙ্ক্ষীরা।
মোঃ আরিফুল ইসলাম তার একাডেমিক যাত্রায় নিরবিচ্ছিন্ন সহযোগিতা ও সমর্থনের জন্য নিজ পরিবারের সকল সদস্য, বর্তমান সহকর্মী ও পৃষ্ঠপোষকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই নতুন অধ্যায়ে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন ।
স/এষ্