কোটালীপাড়ায় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায়:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩১ জানুয়ারী) উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমিক চত্বরে এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পিঠা উৎসব শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকার।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ কুমার ভাবুক,উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, শিল্পকলা একাডেমির সদস্য হাবিবুর রহমান মুকুলসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে স্টলগুলোতে চিতই, ভাপা, ফুল পিঠা, শামুক পিঠা, পুলি,নাক, শিমফুল, চাঁন্দোসা, সবজি কুলি, তারা, কলা, কাঁঠাল, পাটি সাপটা, বৈশাখী, আঙ্গুরী, সংসারী, নারিকলের তক্তি, খাজা পাকন, নারিকেল লবঙ্গসহ, ধান পিঠা শতাধিক প্রকার পিঠা তৈরি করা হয়। কবি মিন্টু রায় বলেন, এক দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যদিকে পিঠাপুলির আয়োজন। এই দুই আয়োজনে বর্ণিল সাজে সেজেছে পুরো শিল্পকলা একাডেমির চত্বর। এটি সত্যি মনোমুগ্ধকর। রোভার স্কাউট লিডার অমিত হাসান বলেন, আমরা রোভার স্কাউট থেকে পিঠাপুলির বিক্রির একটি স্টল দিয়েছি। আমাদের এই স্টলে ৫২ প্রকারের পিঠা রয়েছে। আমরা সব শ্রেণির ক্রেতার কথা চিন্তা করে প্রকারভেদে এক একটি পিঠা ৫ থেকে ৮০ টাকা নির্ধারণ করেছি।
এস/আর