রাধাগঞ্জ ইউনিয়নে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

রাধাগঞ্জ ইউনিয়নে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

 

কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি,সমীর রায়: গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার বিকাল ৩ টায় ধারাবাশাইল উচ্চ বিদ্যালয় মঠে কান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব কাজী আকরাম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও টুঙ্গিপাড়া-কোটালীপাড়া নির্বাচন পরিচালনার চিফ এজেন্ট শহীদ উল্লা খন্দকার, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান মুন্সি আতিয়ার রহমান।

 

 

নির্বাচনি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, অ্যাডভোকেট রাশেদা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, বিমলেন্দু সরকার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম হাজরা, হাজী কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীজানুর রহমান তাঁজ (বুলবুল), উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সদস্য দেবদুলাল বসু পল্টু, সহ-প্রচার প্রচার সম্পাদক টুটুল শেখ, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়াসহ প্রমূখ বক্তব্য রাখেন।

 

জনসভায় রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্যর সভাপতিত্বে ও রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লার সঞ্চালনায় এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

 

জনসভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচির সৌজন্যে  ঢাকা থেকে আগত শিল্পীদের আগমনে এক অনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

 

এস/এ