কুশলা ইউনিয়নে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায়:
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে কুশলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।
নির্বাচনী সভায় কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলিপ কুমার বাড়ৈ এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা তাইজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুশলা ইউনিয়ন নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয় কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া দাড়িয়া,সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম হাজরা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জাহাঙ্গীর হোসেন খান, কুশলা ইউনিয়ন নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য সচিব ফজলুল হক চৌধুরী (মনির), কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী (কালু), উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও হিরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আলম পান্না, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীজানুর রহমান বুলবুল তাজ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, কোটালীপাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও কুশলা ইউনিয়ন নির্বাচন কমিটির যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম তালুকদার, কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল শেখ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুল সাহ্, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতা চঞ্চল শেখসহ প্রমুখ বক্তব্য রাখেন।
এস/এ