কোটালীপাড়ায় মহান বিজয় দিবস পালিত
গোপালগঞ্জ কোটালীপাড়া প্রতিনিধি, সমীর রায়: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে (১৬ ডিসেম্বর) শনিবার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ৫০ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, কোটালীপাড়া থানা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ রাজনৈতিক-সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা স্থানীয় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করে।
কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি মোঃ ফিরোজ আলমসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এস/এ