কোটালীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধ, সমীর রায়: নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫জুলাই) সকাল ১১ টায় কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের শাপলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, কোটালীপাড়া সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ,সহকারী মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান প্রধান, ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মৎস্য জিবি, মৎস্য চাষি ও মৎস্য সেক্টরের সাথে জড়িত অনন্য সুফল ভুগিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে গলদা চিংড়ি মিশ্র চাষের জন্য সুমন মজুমদার, শিং মাছের একক চাষের জন্য আকাশ বিশ্বাস, কার্প জাতীয় মাছের মিশ্র চাষের জন্য ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয় তিন জনকে।
এস/এ