কোটালীপাড়ায় তথ্য আপার উঠান বৈঠক
কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায়:
শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের শাপলা হলরুমে মঙ্গলবার বিকেল ৫ টায় তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ণ প্রকল্প (২য় পর্যায়) উপলক্ষে উঠান বৈঠকের আয়োজন করে। তথ্য আপা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত একটি প্রকল্প।
আগে বলা হতো জ্ঞানই শক্তি, এখন বলা হয় তথ্যই শক্তি। সরকারের নানা সুবিধা ও সেবা নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপার কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। কোটালীপাড়া সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।
অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, তথ্য সেবা সহকারী মনি খানম, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সেবাগ্রহীতা মুসলিমাা খানম, ঝিনুক খানমসহ প্রমূখ।
এস/এ