কোটালীপাড়ায় শেখ মুজিবুর রহমানের শান্তি পদক “জুলিও কুরি “৫০ বছর পূর্তিতে শোভাযাত্রা
কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায়: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিয় কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন করেছে উপজেলা প্রশাসন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব শহীদ উল্লা খন্দকার।
রবিবার (২৮ মে) সকাল ১১ টায় উপজেলা চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কোটালীপাড়া পৌরসভা। এর পর উপজেলার সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের শাপলা হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান,বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার,সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা(মন্নু),প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃপুস্পেণ কুমার শিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রকিবুল হাসান শুভ,যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ, কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধুসহ রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে সকালে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করে উপজেলা প্রশাসন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এস/এ