কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দরিদ্র কৃষকরা পেল ৪টি হারভেস্টার মেশিন
কোটালীপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায়: কৃষকদের ধান কেটে দ্রুত ঘরে তুলতে ও কৃষি কাজের খরচ কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া ৪টি হারভেস্টার মেশিন উপহার দিয়েছেন। উপজেলার দরিদ্র কৃষকদের ধান বিনামূল্যে কেটে দেওয়া হবে।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের আটাশিবাড়ি বিলে কৃষক মহিউদ্দিন খন্দকারের জমির ধান কাটার মধ্যে দিয়ে কোটালীপাড়ায় দেওয়া ২টি হারভেস্টার মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর মোবাইল ফোনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হারভেস্টার মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম বাদল, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, আতিকুজ্জামান খান বাদল, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, বুলবুল হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, উপজেলা কৃষি অফিসার নিটুল রায় উপস্থিত ছিলেন।
এস/এ