প্রধানমন্ত্রীর উপহার পেলেন উত্তরার সাংস্কৃতিককর্মীরা

প্রধানমন্ত্রীর উপহার পেলেন উত্তরার সাংস্কৃতিককর্মীরা

রাহুল রাজ ।। উত্তরায় অবস্থিত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মদের মাঝে বৃহস্পতিবার (২০ এপ্রিল ২০২৩) বিকালে প্রধানমন্ত্রীর উপহার পৌঁচ্ছে দিয়েছে উত্তরা সম্মিলিত সাংস্কৃতিক জোট।

অত্যন্ত সুষ্ঠ ভাবে স্থানীয় একটি হোটেলে উপহার সামগ্রী প্রদানের অনুষ্ঠানে উত্তরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মিজানুর রহমান বলেন, বর্তমান সরকার সাংস্কৃতিকবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় সাংস্কৃতিক কর্মিদের পাশে আছেন। নিজের অবস্থান থেকে সাংস্কৃতিক কর্মিদের খোঁজ রাখার অপ্রাণ চেষ্টা করেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুসের মাধ্যমে পাওয়া এই উপহার সামগ্রী বিতরন  পূর্বে সংক্ষিপ্ত আলোচনার করা হয়।

অনুষ্ঠান শুরুতে সদ্য প্রয়াত যশোর জেলার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, আদী ঢাকা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কবি হানিফ খান এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আহকাম উল্ল্যায়ের মায়ের মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরার সভাপতি মিজানুর রহমান। আলোচনা করেন  সহ-সভাপতি ড. রতন সিদ্দিকী,  সাধারন সম্পাদক ড. সোলেমান কবির, সহ-সভাপতি শফিউল গনি, যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার হোসেন।

আলোচনা শেষে বিভিন্ন সংস্কৃতিকর্মীর মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়। সবশেষে সুন্দর ও নিরাপদ ঈদ উদযাপনের প্রত্যাশার মধ্যদিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজনের সমাপ্তি টানা হয়।

স/এষ্