কোটালীপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কোটালীপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কোটালীপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায়: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
আজ রবিবার সকাল ৭টায় উপজেলা চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কোটালীপাড়া পৌরসভা, কোটালীপাড়া থানা,শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ, কোটালীপাড়া হাসপাতাল, উপজেলা মহিলা আওয়ামী লীগ, উপজেলা কৃষক লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ,প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, সাব-রেজিস্টারসহ সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর সকল ৯টায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহন করেন উপজেলা চেয়রম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ,কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নব-নির্বাচিত পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা,দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল তাজ, কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান, কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রতন মিত্র, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান তুষার মধু, শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

এরপর সকাল ১১টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভার অর্থায়নে ৪০০ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এস/এ