কোটালীপাড়ায় সেবা সপ্তাহে দুধ ও ডিম খাওয়ানো উৎসব
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি, সমীর রায়: স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রানীসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে।
আজ সোমবার (১৩মর্চ) দুপুর ১২ টায় গোপালগঞ্জ প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলার কান্দি ইউনিয়নের ৩২নং পশ্চিম কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কান্দি মাধ্যমিক বিদ্যালয় বসে ৩৫০ শিশুর মাঝে একটি করে ডিম ও ২৫০গ্রাম দুধ কোমল মতি ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হয়।
সেবা সপ্তাহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচাল আজহারুল ইসলাম।
কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.গোবিন্দ চন্দ্র সরকার, গোপালগঞ্জ কৃত্রিম প্রজননের উপ-পরিচালক সুভাষ পন্ডিত, কোটালীপাড়া প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন,কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার শিকদার, কোটালীপাড়া মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জসিম উদ্দিন শেখ,কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু, ইউপি সদস্য সিদ্ধার্থ বাড়ৈসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এস/এ