কোটালীপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

কোটালীপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায়: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজী মোহাম্মদ কামাল হোসেন শেখ,আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম হাজরা,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নব-নির্বাচিত পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক টুটুল শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তুষার মধু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রতন মিত্রসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে উপজেলা পরিষদের শাপলা হলরুমে ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কিবরিয়া দারিয়ার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এস/ এ