ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন এর শতবর্ষ উৎসব পালন

ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন এর শতবর্ষ উৎসব পালন

কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায়: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন এর শতবর্ষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন স্কুল মাঠে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সর্বসম্মতিক্রমে একশ বছর পূর্তি উপলক্ষে বর্তমান ও পুরাতন ছাত্র-ছাত্রীদের নিয়ে উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ ও স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বুয়েটের ভিসি নজরুল ইসলাম।

ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম কিবরিয়া দারিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমের প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র মতিয়ার রহমান হাজরা,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ,কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক টুটুল শেখ, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজরা মন্নুসহ স্কুলের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এস/এ