কোটালীপাড়ায় মন্দিরের জায়গা আত্মসাৎ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন
কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাধা-গোবিন্দ বিগ্রহ বাংলাদেশ সেবা শ্রমের জায়গা ও কালীমন্দিরের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি।
গতকাল বুধবার (২২ফেব্রুয়ারি) বিকেলে ৫টায় কোটালীপাড়া কান্দি ইউনিয়নের পূর্ব ভেন্নাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করে এলাকা বাসি ও সর্বস্তরের জনগণ।
গতকাল বিকেলে ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ হাতে হাত ধরে ঘন্টাবেপি মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করেন।এ সময় তারা রাধা গোবিন্দ বিগ্রহ বাংলাদেশ সেবা শ্রমের ও কালীমন্দিরের জায়গা দখকারী ভেন্নাবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র বাড়ৈর বিরুদ্ধে মানববন্ধন ও সভা করেন। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারী সর্বস্তরের জনগণ জায়গা দখল মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সভায় পূর্ব ভেন্নাবাড়ী সর্বজনীন কালিমন্দির কমিটির সভাপতি সাবেক সহকারী অধ্যাপক জগদীশ মল্লিক বলেন, রাধা গবিন্দ বিগ্রহ বাংলাদেশ সেবা আশ্রম ও ভেন্নাবাড়ী সর্বজনীন কালী মন্দির স্থানান্তরের জন্য অনুমোদিত জায়গা আত্মসাত ও জবরদখলকারী মূল হোতা ভেন্নাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জনাই এই আত্মসাৎ কারিকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শ্বাস্তি দেওয়া হোক।
রাধা-গোবিন্দ সেবা শ্রমের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক প্রসঞ্জিৎ কুমার চৌধুরী বলেন, জালিয়াত ভেন্না বাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র বাড়ৈ, গুরুদেবের জায়গা আত্মসাৎ করেছে। একজন প্রধান শিক্ষক হয়ে এমন অপকর্মের জন্য তাঁর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।