কোটালীপাড়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কোটালীপাড়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের জনতা।

একুশের প্রথম প্রহরে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে অমর একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সর্বস্তরের জনতা।

পরে একে একে ফুল দিয়ে শহিদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, কোটালীপাড়া থানা, রাজনৈতিক-সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পরে সকাল সাতটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রভাতফেরি বের করে শহরের প্রধান প্রধান সরক প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে এসে প্রভাতফেরি’টি শেষ হয়।

এস/এ