কোটালীপাড়ায় কবি সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভা
কোটালিপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কবি সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজ বুলবুল, ভাইস চেয়ারম্যান আ. খালেক হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, কৃষি অফিসার নিটুল রায়, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, কোটালীপাড়ার থানার ওসি তদন্ত আশরাফ, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মিজানুর রহমান হাওলাদার মানিক, রাফেজা বেগম, তুষার মধু, চৌধুরী সুলতান মাহমুদ কালু, ভীম চন্দ্র বাগচী, সমর চাঁদ মৃধা, বীর মুক্তিযোদ্ধা মোদাসসের হোসেন ঠাকুর, সাবেক ইউপি চেয়ারম্যান হান্নান শেখ, প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, কবি সুকান্তের ভট্টাচার্যের আদর্শকে তরুন প্রজন্মের কাছে পৌছে দিতে ও তার স্মৃতিকে ধরে রাখার জন্য উপজেলার উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় আগামী ১ এবং ৫ মার্চ পাচ দিন ব্যাপী কবি সুকান্ত মেলা অনুষ্ঠিত হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, কবি সুকান্ত মেলা আয়োজনে আমাদের আওয়ামীলীগ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, ১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত ভট্টাচার্য কলকাতার কালীঘাটের মহিম হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নিবারণ ভট্টাচার্য। মা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে তিনি মারা যান। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।
এস/এ