বিএনপি তৃতীয় শক্তি আনতে চায়:ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির উদ্দেশে যেকোনোভাবে আওয়ামী লীগকে ঠেকাতে হবে। তৃতীয় শক্তি আসলেও তাদের কোনো আপত্তি নেই। তারা তৃতীয় শক্তি আনতে চায়।
রোববার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির অবরোধ কর্মসূচি দেখেছি। তারা অগ্নি সন্ত্রাস করেছে। তারা আবার ভবিষ্যতে এমন করতে সে আশঙ্কা এখনো আছে। সরকার প্রধানকে সরানোর টার্গেট ফেল করেছে। তারা গত নির্বাচনে হেরেছে। আবার তারা আন্দোলন হারলে নির্বাচনেও হারবে।
তিনি বলেন, জিয়াউর হমান নির্বাচনের মাধ্যমে না বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, তা সবাই জানে। বিএনপি নির্বাচনে আসুক। নির্বাচনে এসে প্রমান করুক তারা বড় দল। বড় দল প্রমান করতে হবে নির্বাচনের মাধ্যমে।
সেতুমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী সময় মতো ঘোষণা করবো। নিয়ম অনুযায়ী হবে। সংসদীয় দল আছে। সেখান মনোনয়ন দেবো। একাধিক প্রার্থী থাকলে ভোটাভুটি হবে। আমি আমার ওপেনিয়ন আগেই বলে দিয়েছি। প্রার্থী হওয়ার ইচ্ছা থাকলে আমি ঘোষণা দিতাম। আমার সেই যোগ্যতা নেই। আমি কাজের মানুষ। ছোটাছুটি করতে পছন্দ করি। সেতুমন্ত্রনালয়ের অসম্পূর্ণ কাজ রেখে আমি যেতে চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা করে যেতে চাই। রাষ্ট্রপতি বাইরে না পলিটিশিয়ানদের মধ্যে থেকে আসবে কি না কয়েকদিনের মধ্যেই পরিস্কার হয়ে যাবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি শুরু করেছে গরম দিয়ে। এখন পদযাত্রা করছে। জনগণ সম্পৃক্ততা নেই। তারা একই সঙ্গীত গাইতে থাকবে আন্দোলন আন্দোলন। তারা লংমার্চ। আবার সট মার্চ করবে। বেদনার বালুচরে কোন আশায় বাধিয়েছে ঘর। ফখরুলের এখন সেই অবস্থা হয়েছে।
তিনি বলেন, জাতীয় নির্বাচন আর উপ নির্বাচন কি এক কথা হলো। জাতীয় নির্বাচন সরকার গঠনের বিষয় আছে। সেখানে অনেক বেশি শতভাগ না হলেও ভোটের শতকরা হার বাড়বে। তবে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে।
রাজনীতি একটা কৌশলগত বিষয়। নির্বাচন ও কৌশলগত বিষয়। জাতীয় পার্টির সঙ্গে আমাদের রাজনৈতিক কোনো আদর্শ নেই। তারপরও তাদের সঙ্গে এ্যালাইন্স করি।
এস/এ