সুযোগ পেলে পাঁচ বছরে স্মার্ট পৌরসভা গড়ে তুলবো: ডা. আলীউজ্জামান
কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায়: বাংলাদেশ আওয়ামী লীগ, কোটালীপাড়া পৌরসভায় আমাকে মনোনয়ন দেয়, পৌর এলাকাসহ সমস্ত কোটালীপাড়ায় মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, ঘুষ চোরা-চালানি, অসামাজিক কর্মকাণ্ড বন্ধের মাধ্যমে একটি শান্তিপ্রাণ পৌর এলাকা গড়ে তুলবো। গণসংযোগে পৌর ভোটারদের উদ্দেশ্যে এভাবেই কথাগুলি বলছিলেন কোটালীপাড়া পৌরসভার মেয়র মনোনয়ন প্রত্যাশী ডা. মো. আলীউজ্জামান শেখ।
আজ শুক্রবার বিকালে ডা. মো. আলীউজ্জামান শেখ সমর্থকদের নিয়ে গনসংযোগে বের হন। এসময় তিনি পশ্চিমপাড়, শিকির বাজার, হেলাল মার্কেটেসহ বিভিন্ন স্থানে ভোটারদের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।
এ সময় তার সাথে গণসংযোগে উপস্থিত ছিলেন হজী আব্দুর রব হাওলাদার, সেকেন্দার আলী তাজ, জাফর তাজ, লাবলু শেখসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য ২০ মার্চ কোটালীপাড়া পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এস/এ