গীতিকার গাজী মাজহারুলের প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা

গীতিকার গাজী মাজহারুলের প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর শ্রদ্ধা নিবেদন।

সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ও এফডিসিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গাজী মাজহারুল আনোয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। উপস্থিত ছিলেন জোটের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি চিএনায়িকা রোজিনা চিএনায়িকা অরুনা বিশ্বাস, দিলারা ইয়াসমিন,চিত্রপরিচালক শাহ আলম কিরণ,চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রচার সম্পাদক লায়ন মীজানুর রহমান, চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, রাজ সরকার, চিত্রপরিচালক দেলোয়ার জাহান, ঝন্টু , চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার,চিত্র প্রযোজক আমান, সহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

দেশবরেণ্য গীতিকবি, প্রায় ২০ হাজার গানের স্রষ্টা
গাজী মাজহারুল আনোয়ার “জয় বাংলা বাংলার জয়” “একতারা তুই দেশের কথা বল রে এবার বল” একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়” সহ অসংখ্য কালজয়ী বাংলা গান। কিংবদন্তীর আত্মার মাগফিরাত কামনা করছি।

এস/এ