হাসান আরিফ এর প্রয়াণে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরার স্মরণ সভা অনুষ্ঠিত
রাহুল রাজ: সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক হাসান আরিফ এর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে উত্তরায় স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে সম্মেলিত সাংস্কৃতিক জোট উত্তরা।
শনিবার ২৩ এপ্রিল উত্তরার একটি স্থানীয় হোটেলে আয়োজিত এই সম্মরণ সভায়, মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় সভাপতি লেখক, গবেষক, গোলাম কুদ্দুছ।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ডঃ অধ্যাপক রতন সিদ্দিকী, ডঃ সোলায়মান কবির, নাট্যজন আক্তারুজামান, আবৃত্তি শিল্পী রফিকুল ইসলাম, আবৃত্তি শিল্পী আজহারুল হক আজাদ, আবৃত্তি শিল্পী মাহফুজ মাসুম, টঙ্গী সাংস্কৃতিক জোটের শেকানুল ইসলাম শাহী, শাহজাহান শোভন, উত্তরা কালচারাল সোসাইটির রবিউল মাহমুদ ইয়াং, মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের রেজাউল করিম রেজা,মাহবুব আলম শাহীন, দনিয়া সাংস্কৃতিক জোট এর এইচ আর অনিক, আদি ঢাকা সাংস্কৃতিক জোট এর হামিদুর রহমান পাপ্পু, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরার শফিউল গনি, ফারজানা মালিক নিম্মী,দিল আফরোজ ডেইজি ও আবৃত্তিকার সোহেল আনোয়ার।
বক্তাগন হাসান আরিফ এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে তাঁর দেখানো আদর্শিক পথে পথ চলার অঙ্গিকার করেন। হাসান আরিফের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া শেষে সবাই একত্রে ইফতার গ্রহণ করেন।
স/রা