বাংলা ভাষা
সুদীপ চন্দ্র হালদার
মায়ের ভাষা বাংলা ভাষা, অতি সুমধুর,
প্রাণ জুড়ায় বললে কথা, প্রশান্ত হয় হৃদয়,
পরদেশী ভাষা শিখি যত আর বলি,
মনটা শুধু করে ছট ফট এ ভাষারই লাগি।
গর্ব আমার বাংলা ভাষা, গর্বিত উত্তরসূরী আমি,
এ ভাষারই শ্রেষ্ঠ কবি এশিয়ার প্রথম নোবেলজয়ী,
কে দিয়েছে রক্ত তব, কার ভাষার লাগি,
রক্তের বলীদানে হেরেছে হিংস্রতা, হারায়নি বাংলা ভাষা।
এ ভাষাতেই হয় গাজীগান, আল্লা-রাসূলের শান,
পীর-দরবেশ-খাজাবাবার মুর্শিদীগান এ ভাষারই প্রাণ,
মধুর সুরের পদাবলী কীর্তন বাংলা ভাষারই সম্পদ,
সীতারামের অমর কাহিনী, বাংলা ভাষাতেই অম্লান।
বাংলা গানের সুরে রাখালের প্রাণকাড়া বাশিঁর ডাক,
অষ্টাদশী তরুনীর হৃদ-মন করে আন চান,
লাঙ্গল হাতে কিষানের লোক গান,
আবাল-বৃদ্ধ হৃদয়ে জাগে এক অতি সুমধুর তান।
বাংলাতেই হুঙ্কার দিতেন নেতাজী সুভাষ চন্দ্র,
ব্রিটিশ রাজ উঠিত কাপিয়া, যায় বুঝি সিংহাসন,
পাকিস্তানি শোষকের প্রতিবাদ বঙ্গবন্ধু করতেন বাংলায়,
এ ভাষাতেই বঙ্গবন্ধু’র ভাষণ পৃথিবীর সম্পদ।
শ্রীচৈতন্য-স্বামিজী বাংলায় গেয়েছেন মানবতার জয়গান,
নজরুল-সুকান্ত-রূদ্রের কবিতা এ ভাষাতেই সৃষ্টি,
মহাকবির মেঘনাদবধ কাব্য বিশ্বসাহিত্যের বিস্ময়,
জসীম উদ্দিনের পল্লীগীতিতে জুড়ায় মন প্রান।
বাংলা আমার প্রাণের ভাষা, রক্তের দামে কেনা
এ ভাষাতেই জুড়ায় প্রাণ, মেটে হৃদ পিপাসা।
হবো মোরা বিশ্বজয়ী, শিখব আরো ভাষা,
বাংলার গাঁথুনী আগে, তবেই পরদেশী ভাষা।
এস/এ