ভাষা শহীদদের সম্মানে ওলামা লীগের শ্রদ্ধাঞ্জলি

ভাষা শহীদদের সম্মানে ওলামা লীগের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক: সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে ভাষা বীর শহীদদের সম্মানে জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি।

শ্রদ্ধায় অংশগ্রহণ করেন, ওলামা লীগের কেন্দ্রীয় সভাপতি মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হোসেন জুয়েল, কার্যকরি সভাপতি মাওলানা আনোয়ার শাহ, সিনিয়র সহ-সভাপতি মুফতী আল্লামা খলিলুর রহমান জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইদ্রিচ আলম আল-কাদেরী, কেন্দ্রীয় নেতা পীরে ত্বরীকত শায়েখ আল্লামা রফিকুল আজম আশরাফী, মাওলানা মোঃ আব্দুল মুবিন আখন্দ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মাহমুদুল্লাহ মিরাজ, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা হুমায়ুন, মাওলানা আব্দুর রহমান, নাফি উদ্দিন উদয়, শাফি উদ্দিন বিনয়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শ্রদ্ধা শেষে ওলামা লীগ নেতৃবৃন্দ বলেন, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জাতীয় দিবসসমূহ উদযাপন এখন সময়ের দাবী। আমরা লক্ষ করছি, ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালক পর্ষদের নেতৃবৃন্দ জাতীয় দিবসগুলোর বিষয়ে চরম উদাস। জাতীয় কোন দিবস কোন ধর্মীয় প্রতিষ্ঠান উদযাপন করেছে এমনটা খোঁজে বের করা খুবী কঠিন হবে। তারা জাতীয় দিবসগুলো নিয়ে আলোচনা কিংবা দোয়া মাহফিল কোনটাই করেনা।

সুতরাং জাতীয় মূল্যবোধ এবং দেশপ্রেম থেকে জাতীয় দিবসগুলো উদযাপন করা যৌক্তিক বিষয়। হ্যাঁ দিবস উদযাপনের হয়ত ধর্মীয় রীতিনীতির অনুসরণে ধরণ ভিন্ন হতে পারে। অতএব আমরা আশাবাদি ভবিষ্যতে ধর্মীয় নেতারা বিষয়টি বিবেচনায় এনে দাবীর পক্ষে অবস্থান নিবেন।

এস/এ