কোটালীপাড়ায় আর্সেনিক স্ক্রিনিং, প্রশিক্ষণ ও কর্মসূচি অবহিতকরণ সভা

কোটালীপাড়ায় আর্সেনিক স্ক্রিনিং, প্রশিক্ষণ ও কর্মসূচি অবহিতকরণ সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আর্সেনিক স্ক্রিনিং, প্রশিক্ষণ ও কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা অনুুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও হাই লাইট ফাউন্ডেশনের সহযোগিতায় কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অবহিতকরণ সভার উদ্বোধন করেন।

কোটালীপাড়া উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আকির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, লক্ষ্মী সরকার, ইউপি চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, রাফেজা বেগম, এডভোকেট বিজন বিশ্বাস, চৌধুরী সুলতান মাহামুদ কালু, হাই লাইট ফাউন্ডেশনের ম্যানেজার জাকারিয়া হোসেন বক্তব্য রাখেন।

কোটালীপাড়া উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আকির হোসেন খান বলেন, এই কর্মসূচির মাধ্যমে সমস্ত টিউবওয়েলের আর্সেনিক পরীক্ষা করা হবে।

এস/এ