সোশ্যাল মিডিয়ায় অডিও ফাঁসের বিষয়টি গুরুত্ব দিচ্ছি না: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা আমাকে একটি প্রশ্ন করেছিল, সেটির উত্তর দিয়েছি। এই অডিও রেকর্ড সোশ্যাল মিডিয়া ফাঁস হয়েছে, এটি গুরুত্ব দিচ্ছি না।
রোববার সচিবালয় আইনজীবীদের 20 কোটি টাকা হস্তান্তরের পর তিনি সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, যারা অডিওটি সোশ্যাল মিডিয়াতে ফাঁস করেছেন, এটা তাদের দেউলিয়াপনা। তাদের কাছে আর কোন কিছু নেই। আর কোন হাতিয়ার নেই। এই অডিওটি একটি ইনোসেন্ট কনভারসেশন। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছে। এটি তদন্ত হচ্ছে। ফাঁস করেছে, তাদের দেওলিয়া। কাছে আর কোনো না থাকায় এটি প্রচার করছে অবশ্যই এটা তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে আইনজীবীদের তার ত্রাণ তহবিল থেকে 20 কোটি টাকা মঞ্জুর করেছেন প্রধানমন্ত্রী। এখন বার কাউন্সিলের নেতারা সিদ্ধান্ত নেবেন তারা টাকাটা কিভাবে বন্টন করবেন। এটা তাদের স্বাধীনতা।
এ সময় বার কাউন্সিলের চেয়ারম্যান এ এম আমিন উদ্দিন, ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ আইনজীবী সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যরা।
ইউসুফ হোসেন বলেন, আমার চেষ্টা করেছিলাম আইনজীবীদের অন্য কিছু সাহায্য সহযোগিতা পাওয়া যায় কিনা। তারই প্রেক্ষিতে আইনমন্ত্রীর সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 20 কোটি টাকা দিয়েছেন। তাই ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হককে।
এই টাকা আমরা আইনজীবীদের জন্য খরচ করব। সভা ও আলোচনা করে আইনজীবীদের জন্য খরচ করবো।
এস/এ