আর পি এল এর জার্সি ও ট্রফি উন্মোচন
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান আশিয়ান সিটি এস আলমের মাঠে ১৪ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে যাচ্ছে রয়েল প্রিমিয়ার লীগ (আর পি এল)।
টুর্নামেন্টকে সামনে রেখে রোববার আর পি এল এর ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়েছে। আমেরিকার জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আর পি এল বাংলাদেশে প্রথমবারের মত আট দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ প্রসঙ্গে টুর্নামেন্টের সভাপতি নাসিম ওমর সাথী জানান, আর পি এল এর লক্ষ্যে দেশের তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা। আর পি এল টুর্নামেন্ট ইতোমধ্যে ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজে নিয়োমিত ভাবে অনুষ্ঠিত হচ্ছে। আগামীতে বাংলাদেশের আর পি এল টিম বিশ্বমঞ্চে খেলবে।
আশিয়ান সিটি এস আলম মাঠে ট্রফি ও জার্সি উন্মোচনের পর ফটোসেশনে অংশ নেন ৮ দলের অধিনায়ক।
টুর্নামেন্টে- বাড্ডা নির্মাণ একাডেমি , ক্রিকেট হকার, ধানমন্ডি ব্লুজ ক্রিকেট টিম, ইনটেন্স ক্রিকেট একাডেমি,
টেলেন্ট হান্ট, রয়েল রেঞ্জার’স, ঢাকা টাইগার্স এবং ওল্ড ভেনমস শিরোপার জন্য একে অপরের মুখোমুখি হবে।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডভোকেট নাসিম ওমর সাথী, মো: জোবায়ের হোসেন, সজীব মোল্লা, সোহাগ মোল্লা, আনোয়ারুল হক হিরা, শাকিল হোসেন, তাহেরুল ইসলাম, মো: রিপন, ইদ্রীস আলী মানিক, রাহুল রাজ, রায়হান হোসেন, আশিকসহ আরো অনেকে।
স/রা