কে হবেন সওজের প্রধান নির্বাহী প্রকৌশলী
নিজস্ব প্রতিবেদক: কে হবেন সড়ক ও জনপথ বিভাগ (সওজের) প্রধান নির্বাহী প্রকৌশলী। বর্তমান প্রধান প্রকৌশলী আবদুস সবুরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। তাঁর স্থলাভিক্ত কে হবেন এ নিয়ে চলছে সওজের প্রকৌশলী-কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে নানা কৌতুহল।
প্রধান প্রকৌশলী হওয়ার তালিকায় তিনজনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে রয়েছেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী তৃষার কান্তি সাহা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কেএম মনির হোসেন পাঠান। সরকারের গুরুত্বপূর্ন এ অধিদপ্তরের প্রধানের চেয়ার পেতে যে যার মতো নানাভাবে লবিং তদবির করে চলেছেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান প্রকৌশলী হওয়ার কথা। দ্বিতীয় অবস্থানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা। চেয়ারে বসতে চান মনির হোসেন পাঠানও।
সূত্র জানায়, রফিকুল ইসলামের গ্রেড-৩ প্রাপ্তির তারিখ ১৮/৬/২০১৮। তুষার কান্তি সাহার গ্রেট-৩ প্রাপ্তির তারিখ ১১/৩/২০২০। তুষারের চাকরিতে যোগদানের তারিখ ২১/৬/১৯৮৯। পাঠানের চাকরিতে যোগদানের তারিখ ২০/১০১৯৮৯। পাঠানের দাবি ১৯৮৬ ব্যাচে পরীক্ষা দিয়েছেন তিনি। ৮৬ সালে পরীক্ষার তারিখ ছিল ১/১/১৯৮৬। তাহলে কিভাবে ৮৬ সালে পরীক্ষা দেয় কিভাবে-এমন প্রশ্ন সওজের অভ্যন্তরে। ২০০৪ সালে তুষার কান্তির গ্যাডেশন তালিকা অবস্থান আগে ছিল। অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের ৩ বছরের অধিক সময় দায়িত্ব পালনের সময় হয়েছে। বর্তমান প্রধান প্রকৌশলী আবদুস সবুরের অবসরের পর গ্রেড-১ পদ রফিকুল ইসলামের প্রাপ্য।
সহজের অভ্যন্তরের এখন একটাই আলোচনা কে হচ্ছেন প্রধান নির্বাহী প্রকৌশলী। প্রকৌশলী-কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে একটাই চাওয়া জ্যেষ্ঠতার ভিত্তিতে যেন যোগ্য লোককে দায়িত্ব দেওয়া হয়। অসাধু উপায় অবলম্বন করে কেউ যেন দায়িত্বে না আসে।
এস/এ