গাধার জল ঘোলার মতো কাজ করবেন না বিএনপি নেতাদের হাছান মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গাধা যেমন জল ঘোলা করে খায়, দয়া করে বিএনপি নেতারা এমন কাজ করবেন না।
সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, রাজনীতি জনগণের কল্যানের জন্য। তাই নেত্রী শেখ হাসিনা করোনার প্রথম দিকে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন। নেতাকর্মীরা মানুষের ধান কেটে দিয়েছেন। করোনায় কাজ করতে গিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে ৫ জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন। সারাদেশে প্রায় দেড় হাজার নেতাকর্মী মারা গেছেন। আর বিএনপি নেতারা শুধু ফটোসেশান করেছেন। যখন টিকা দেওয়া হয়েছে, তখন ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন এই টিকায় কাজ হবে না। পরে টিকা নিয়ে বলেছেন স্বস্তি বোধ করছি।
ড. হাছান মাহমুদ বলেন, যখন ভারত থেকে সময় মতো টিকা পাইনি তখন সমালোচনা করেছেন। কিন্তু নেত্রী যেখান থেকে পারেন টিকা নিয়ে এসেছেন। তখন তারা সমালোচনা শুরু করেন। তাই অহেতুক সমালোচনা করবেন না। আজকে বিশ্বা স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে করোনা মোকাবেলায় প্রসংশা করেছে। এখন আমরা ৪০ বছরের ওপরের সবাইকে বুস্টার ডোজ দিচ্ছি। তাই বিএনপি নেতাদের অনুরোধ জানাই আসুন বুস্টার ডোজ নিয়ে নেই। আপনাদের আমরা বুস্টার ডোজ দেবো।
তিনি বলেন, ইসি নিয়োগ নিয়ে যখন রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকলেন, তখন বিএনপি নেতারা বললেন ইসি নিয়োগে আইন করুন। তারা বললেন, ১৫ দিনের মধ্যে আইন করা যায়। যখন আইন হলো তখন, তখন তারা এটা মানি না বললেন। আসলে তা তাদের না রোগে পেয়েছে।
হাছান মাহমুদ বলেন, আমি দেখলাম অনলাইনে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক হয়েছে। সেটি সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে। কিন্তু আমরা ভুলে গেছি তারেক রহমান পালাতক আসামি তাই তার বক্তব্য কোনো সংবাদ মাধ্যমে প্রচার করা যাবে না বলে হাইকোর্টের রায় দেওয়া আছে।
এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।
এস/এ