সাংবাদিক এমদাদের ওপর হামলাকারী মাসুদ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক অর্থ সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খানের ওপর হামলার ঘটনায় ‘সন্ত্রাসী’ খোরশেদ আলম মাসুদকে সেগুনবাগিচার বাসা থেকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাসুদকে গ্রেফতার করা হয় বলে সময়ের আলোকে নিশ্চিত করেন ওসি আব্দুর রশিদ।
সাংবাদিক মো. এমদাদুল হক খানের ওপর হামলার ঘটনায় গত বৃহস্পতিবার হাতিরঝিল থানায় মামলা হয়েছিল। মামলা নম্বর ৬৯। ওই মামলার পরিপ্রেক্ষিতে মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার রাতে মগবাজারের নিজ বাসায় এমদাদুলের ওপর হামলা চালানো হয়। রাতেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসাপতালে চিকিৎসা নেন। পরে হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা মামলা করেন সাংবাদিক এমদাদুল।
এদিকে সাংবাদিক এমদাদুলের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।শুক্রবার ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এমদাদুল হক খানের ওপর হামলার ঘটনায় জড়িত খোরশেদ আলম মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খানকে হত্যার হুমকি, মারধর ও ভয়-ভীতি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ডিআরইউ।
শুক্রবার ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এক বিবৃতিতে আইন শৃঙ্খলা বাহীনিকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।
হাতিরঝিল থানা পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী মাসুদ একজন সরকারি কর্মকর্তা। তাকে গ্রেফতারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি চাওয়ার পাশাপাশি তাকে নজরদারিতে রাখা হয়েছিল।
এস/এ